একজন পুরুষ বার বার ভালবাসে
একবার দুইবার নয় বহুবার প্রেমে পড়ে
কখন নারীর চোখ দেখে মুগ্ধতায় ভাসে
কারো বা চুল দেখে  স্তব্দ হয়ে যায়
কখন গায়ের রং কিংবা দেহের গঠন
চোখ চুল বুক নাক ঠোঁটে পশ্চাৎদেশ
কিছু যেন বাদ যায় না তার  কাছে,
কখনবা সামাজিক অথবা অর্থনৈতিক
বিষয় গুলো খুবই মূখ‍্য হয়ে যায়
রুপ গুণ সবই বাদ চলে যায়।


কেন সে বার বার কেবল খোঁজে
এ কী কেবল যৌনতা অথবা সামাজিক
কিংবা সবার মত হওয়ার প্রবণতা।


ঈশ্বরের সাথে বিষণ্নতায় অন্ত যুদ্ধ চলে
জানে সে এটা উচিত হয় তার করা
তবু প্রতিদিন সে হাজার লক্ষ নারী
পেছন পেছনে ছুটে বেড়ায়
সেই একজনের খোঁজ
ছোঁয়া আগেই যে হারিয়ে যায়
কেবল বুকের ভিতর নড়তে থাকে
তারি খোঁজ নিশিদিন চোখ মেলে।