ভাইপো,ভলো ছেলে হাতে আছে ?
আমি বললাম জনারণ্যের ভিড়ে ভালো ছেলের হরেক সম্ভার কাকু।
জিজ্ঞাসা করলাম কি জন্য কাকাবাবু?
কাকু বললেন আমার কন্যার জন্য একটা...।
আমি বললেম,আমার বন্ধু শ্রীনগরের সেই  সুবোধ সেন বেশ ভালো লেদ আছে
মদ-বিড়ির আসর জমায় না,
রামজীবন পুরের রঞ্জন রায় টিউশন করে বেশ কামাই,গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স করেছে;
হাজীপুরের হরিহর হর কাব্য চর্চা করে,রকে টোন টিটকারি করেনা।
আপনি তো এদের দেখেছেন
আমার ছেলের জন্মদিনে এসেছিলো কোনটিকে আপনার ...।
তিনি বললেন,না বাবা আমি ভালো ছেলে চাই।
আমি বললাম কামারপুকুরের কান্তি
আহা ছেলেটি বেশ,
দেখতে তো গোলাপ কেও হার মানায়!
না বাবা একটু ভালো ছেলে,বললেন কাকু।
আমি বললাম ভালো কাকে বলে সেটি আগে বলুন!
কাকু বললেন একটা চাকরি বাকরি করবে এমন।
আমি বললেম তাহলে কাকু চাকরি করা ছেলে বলুন
কাকু বলেন,ওটাই তো বলছি,ভালো ছেলে
আমি বললাম,কাকু চাকরি করলেই ভালো ছেলে ?
যে ছেলেটি আপনার বিপদে পাশে দাঁড়ায়
যেটি রকে বসে আড্ডা মারে না
যেটি বারে গিয়ে বর্বরতা করে না
যেটি সমাজের হাল ধরে আছে,
তারা কি খারাপ ছেলে কাকু?
চাকরি করলেই ভালো ছেলে;
আর চাকরি না করলেই কি খারাপ ছেলে ?
আপনার ছেলে মাস্টার ডিগ্রি করে বাড়িতে পাহাড়ের মত বসে আছে  আপনার ছেলে কি...।
কাকু মুলোর পসরা দেখিয়ে হনহন করে নিজের কাজে চলে গেলেন,
আমি সূর্যের পশ্চিমে ঢোলে পড়ার রক্তিম আভার আতঙ্কে ল্যাম্পপোস্ট।