সেদিন ভোরে স্বপন দেখি
বসেই আছি মাঠে,
তিলের গাছ নাড়ছে মাথা
দূর্বা ঘাসের খাটে।


ধানের শীষ গাইছে গান
বায়ুর তালে নেচে,
কাক চলেছে মাথার দিকে
কা কা স্বরটি বেচে।


বটের ছাদে ফিঙের বাসা
গোখরো থাকে তাকে,
ঈগল পাখি চুপটি করে
মগ ডালেতে থাকে।


মৌমাছিরা ফুলের উপর
করছে বসে গান,
দুইটি ফড়িং উড়ছে রাগে
হয়েছে বুঝি মান ।


আলের ধারে ঘাসের ভিড়ে
নেউল আসে তেড়ে,
সাপের সাথে লড়বে বলে
হুঙ্কার দেয় ছেড়ে।


দারুণ লড়াই জমে গেছে
ভয়ে ভিজছি ঘামে,
লাফিয়ে উঠে দেখছি আমি
আছি কাঁথার খামে।