আমরা অন্তরে লোভের প্রদীপ প্রজ্জ্বলিত করেছি
হিংসা-বিদ্বেষের আড়ম্বরে প্রীতির নির্যাস ধোঁয়া হয়ে কুণ্ডলী পাকিয়ে ব্যোমের সাথে কোলাকুলি করে চলেছে,
গাঢ় অন্ধকারে ছাই হয়ে পড়ে থাকে পাপ
ছাই মাখা ডাস্টে অক্সিজেন আজ ধূলিকণায় পরিপূর্ণ
ধূলিকণার রাজত্বে আজ আমরা ক্লান্ত
ক্লান্তির আঙ্গিনায় বিশ্বাস ও আশার আত্মহত্যাই বিষন্নতা শেকড় গেড়েছে রন্ধ্রে রন্ধ্রে
আশার প্রদীপ নিভে গেলে প্রাণের দীপশিখায় উদ্বেগের রাজত্ব।