পলাশ তখনও চোখ মেলেনি
নির্ভয়ার শহর ঘুমের শেষ নিশ্বাসে
রাস্তায় ছিটে ফোটা মানুষের আনাগোনা,
পিশাচের থাবায় নির্ভয়ার বিবস্ত্র বোনের
এদিক-ওদিক আকুলি
সাঁজোয়া ভবনে পৌঁছে দেবার ব্যাকুলতা।
পথ চলতি প্রাণীরা নির্বিকার
বেহুশ প্রাণীর না দেখার ভান ,
হঠাৎ অন্ধকার ঘরে এক বিন্দু রশ্মি  
বাসিন্দার মুঠো ফোনে সাঁজোয়াদের ডাক
অটো চালকের মানবিকতার সামনেই  আপৎকালীন গাড়ি।


এভাবেই চলছে সোনালী সকালের শিশির পতন
সূর্যের রশ্মিতে রাঙানোর আগেই মাটিতে চুমু ,
দানবের থাবায় জোছনা ভয়ে পিছু টানে
মানবতার আয়নায় বর্বরতার প্রতিচ্ছবি।
শ্রেষ্ঠত্বের নিদর্শনে সেরার শিরোপা নিয়ে  
ধূমের গালিচায় অহংকারের কেলি।