আমাদের চোখে রঙিন স্বপ্ন
স্বপ্নরা কোষে কোষে চুইয়ে পড়ছে,
স্বপ্নের বুকে ভর করে সৃষ্টি করে চলেছি নিত্য নতুন রামধনু
আমাদের বিশ্ব এখন নক্ষত্রের বিশ্ব
আমরা এক একটি নক্ষত্র
কত উল্কা খসে পড়ে প্রতিনিয়ত
তবুও স্বপ্ন দেখি,স্বপ্ন দেখাই
নক্ষত্রের আলোয় রোমাঞ্চের ফুলকি
এই ফুলকি থেকেই আণবিক ভোজের আয়োজন,
রঙের বসন্তেই এই ভোজের নিবেদন
রঙিন স্বপ্নেরই নির্যাস এগুলি
আর এই নির্যাসেই আমাদের একত্র  নির্বাণ
হাতের মুঠোয় মৃত্যুর কবর!
একদিন খনন করবে অন্য কোন বুদ্ধিমান প্রাণী,
স্তম্ভিত হবে আমাদের স্বপ্ন দেখে।