তুমি আসবে বলেছিলে-
মনের উঠানে গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিলাম
শুভ্র হতে পরিযায়ী পাখিকে উড়িয়ে ছিলাম আসমানে,
হৃদয়ের ব্যালকনিতে প্রেমের আতর ছড়িয়ে ছিলাম
আমি সেই ঘন নীল জামাটা পরে ছিলাম;
যেটি পরলে তুমি হারিয়ে যেতে নকশি কাঁথায়
হট নায়কের মত পেছন দিকে ঘুরিয়ে ছিলাম কেশরাশি
জামার বুক পকেটে রেখেছিলাম একটা সদ্য ফোটা গোলাপ।


তুমি আসবে বলেছিলে;কিন্তু এলে না
মনের উঠানে পাপড়ি গুলো শুকিয়ে নিজের অস্তিত্ব হারিয়েছে
শুভ্রতার ভাঁজে ভাঁজে মলিনতার জমাটি আড্ডা,
তীর বেঁধা পাখির মত হতাশ পরিযায়ীর  ঝটপট
বেদনার আতরে নর্দমার বুদবুদ  
নীল জামাটা বৈশাখীর মেঘে ঢাকা
লু এর প্রকোপে নকশি কাঁথা।


তুমি আসবে বলেছিলে;কিন্তু এলে না।