আমি ডাক্তার বাবুর চেম্বারে
বসন্তের বৃষ্টিতে বাতাসে শীতের আমেজ
চারিদিক নিস্তব্ধ,
একা বসে বসে কবিতা গিলছি
হঠাৎ রক্ত করবির ঠোঁটে জিজ্ঞাসা
ডাক্তার বাবু আসেন নি ?
বললাম,জানি না
আমি তখনও পাতা চাটছি
চেম্বারে নীরবতার কাঞ্চনজঙ্ঘা
নিশ্বাসে শব্দ গুলো ছুটতে চায়
মনের কোণে উসখুস করছে বর্ণমালা
করবির ব্যাগের চেনটা বারবার ট্রেনের মত ছুটে চলেছে
নিশাচরের চোখের ব্যস্ততা আমার ক্যামেরায় বন্দী
গোয়ালিনীর ননী পোড়ার গন্ধে নাকটা বেশ মজে গেল
প্রশ্ন এলো এই প্রথম বুঝি?
আমি বললাম,দ্বিতীয়
তারপর একে কে এক,দুয়েকে দুই,ধারাপাত..........।
আর্ট কলেজের ছাত্রীর আর্ট
চুলে,চোখে,ঠোঁটে,নখে.........।
আমার মনের আর্টপেপারে বুরুশের  টান......,
বুটের শব্দ........।
ইস্...অসম্পূর্ণ লিমেরিক।