একটি পলাশ রাঙা ভোরের জন্য উদিত হয়েছিলাম
চোখের কোণে এঁকেছিলাম,এক চিলতে স্বপ্ন
বাতাসের সাথে বয়েছিলাম,এক খণ্ড শান্তির সন্ধানে
ফুলের সাথে বন্ধুত্ব করেছিলাম ,হৃদয়ের ব্যালকনিকে শোভন করতে
ভ্রমরের সাথে গুনগুন করেছিলাম,মধুর স্বাদে হারানোর জন্য
ঝর্ণার সাথে হেসেছিলাম ,নিরস জমিন সিক্ত করব বলে
চেষ্টা করেছি কিন্তু পারিনি
হতে পারিনি আমি কোন কিছুই ।


আজ একরাশ অন্ধকার হয়েছি
শিবের মত হতে গিয়ে হয়েছি শিম্পাঞ্জি
জীববিদ্যার গবেষণা কেন্দ্রের ব্যাঙ হয়েছি
প্রেমিকার আধারে একটি মোমের পুতুল
হাতের কনুই এর মতই হৃদয় দিয়েও হৃদয়কে ছুঁতে পারিনি
নানান কাজ অনুশীলন করেও আজ
হাতে ঘটি,কাঁধে গামছা,পরনে ধুতি
মুখে বেদ মন্ত্র ।


তবুও এগিয়ে চলেছি,উদ্দাম গতি আজও কমেনি
আজও তরুণের মত সবুজ মনে কর্ম করে চলেছি;
ফলের আশা করিনি
বিশ্বাসের ভীত কে হাতিয়ার করেছি;
দুর্বল হয়ে পড়িনি
অভাবের ভারে তৃনের মত নুয়েছি;
ভেঙে পড়ে যায়নি
প্রতিটি দিনকে নতুন করে ভেবেছি  
পূর্ণিমা গলে পড়া রাতে অঙ্কুরিত হয়েছি বারবার
প্রতিটি পলাশ রাঙা ভোরে পাতা ছেড়েই চলেছি
এক ফোঁটা শিশিরে সিক্ত হব বলে ।