আমি আজও মান্ধাতার আমলের পোশাক পরে আছি
রজনী-বেল-জুঁই এর সুবাসে আজও আমি মাতোয়ারা,
রঙিন বোতলের ছিপি খুলে ডুবতে পারিনি  
ভার্চুয়ালের ঢেউ মেখে অনন্তের সন্ধানে পাড়ি দিতে পারিনি।
লিপস্টিকের কোন থেকে মেকি হাসির নিশান উড়াতে পারিনি
আজও বিবেকানন্দের সুমধুর বাণী ভরা পোশাকের আচ্ছাদনে
আমি সেকেলের ক্যানভাসে একালের বীজ রোপণ করে চলেছি।
সেই মাটি যা সৃষ্টি থেকে বুকে করে রেখেছে
ফুল ফল পণ্য সম্ভারের মাটি আজও আমি আঁকড়ে ধরে রাখি,
শুধু একটু উর্বরতা বৃদ্ধির বীর্য প্রয়োগ করে চলেছি
সূর্য তো সেই সেকাল থেকেই নিজ ছন্দে বিরাজ করে
চাঁদের বুড়িমা আজও চরকা কেটে চলেছে
আমার চাদরে সততার রেশম ঝিকঝিক করে চলেছে আজও।