আমি তোমার আশ্লেষে তরী বয়ে চলেছি
স্পন্দনে তোমার ফুলেল নিরন্তর,
আমার গহনে গহনা হয়েছো তুমি
আমার জমিনে তুমি মাইটোকনড্রিয়া।


তুমি চাইলে আমি,
এক খণ্ড মেঘ হয়ে গোবি সাহারার বুকে টুপটাপ ঝরে পড়তে পারি
মরুর ঊষরে এনে দিতে পারি এক ফালি উর্বরতা,
কংক্রীট মাটির ভিতর থেকে হীরের খনি হয়ে বেরতে পারি  
গ্রীষ্মের দাবদাহে বরফের মত গলে ঠান্ডা করে দিতে পারি তোমার গমন ক্ষেত্র
তোমার ভাবনার আঁধারে একফালি চাঁদ হতে পারি ভবিষৎ এর জোছনা দিতে।


শুধু তুমি একবার বলো
আমি মোমবাতির মত গলে যেতে পারি তোমার নিকষ জমিনে কাল রাত্রি ঘুচাতে।
তুমি বলবে কেন ?
শুধু আমার জন্য এত তিতিক্ষা
আমি বলি শোন ভালবাসার জন্যই
আদম ইভ,লায়লা মজনু চিরতরে রয়েছে আমাদের মনে,গল্পে,কাব্যে
ভালবাসায় কি চাওয়া গো?
শুধু তো দেবার,
আমি ভালবাসি ভালবাসি
তাইতো আমি তোমার জীবনের গরল পান করে অমৃত সুধা পান করাতে চায় ।