পাগলী তুই চুল বেঁধেছিস
দু চারটি বিনুনী দিয়ে দুমেরুকে যোগ করেছিস
চুলের মাঝে চূড়া রেখেছিস
চোখে সুরমা!দীঘির পাড়ে তালের সারি
ওষ্ঠের পাড়ে একি!লাল পলাশের ভিড় কেন?
ও পাগলী,
জোছনা ভরা উঠানে বেশ তো ভ্রু নাচাস
ঝর্ণার সাথে তাল ঠুকে ঠোঁট কাঁপাস
এই তোর গালে ওটা কি ?
শুভ্র আকাশে এতো গাঙচিল
খাঁচার তোতাকে ওতো খুবলে খাচ্ছে।
ফুলের বেশে বেশ তো থাকিস
ওড়নার মত গন্ধ ওড়াস
বাতাসে গা ভাসাস
আমি মৌ হয়েছি রে
তোর পাপড়ি ছোঁব,
পরাগে বসে হাপুস হুপুস মধু খাব,
রেনু গুলো গায়ে পড়বে  
আমি রোমাঞ্চের শিহরণে স্নাত হব।