মনে পড়ে কৃষ্ণ পক্ষের দুশো বছরের ইতিহাস ?
প্রাণের বিনিময়ে আমাকে ছিনিয়ে আনার আকুলতা
কত ফুল বিকশিত হতে পারে নি
কতক ঝরে ছিলো কুঁড়িতেই
আজও আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি।


হায়েনাদের কাছে আমি এক ফালি চাঁদ
আমার গহনে ছিল রত্ন খনি
আমার শরীরে ছিল উর্বরতা
ওদের লোলুপ দৃষ্টিতে আমি ছিন্নভিন্ন;
আমার কোষের ধ্বংস করে
রক্ত বিছিয়ে পথ পিছল করে
আমার সর্বস্ব
ওদের আঁতুড়ঘরে টেনে নিয়ে গেছে।


এখনও আমার বুকে
স্বার্থের দামামা বাজে
জোঁকেরা রক্ত চোষে ,
পাচার চক্রের রমরমায় আমার ডায়বেটিস
ধর্ষণের আদিখ্যেতায়  আমার রক্তাল্পতা।


আজও চলছে আমার ক্যানভাসে স্বার্থের দাঙ্গা
কথায় কথায় আমার সম্পত্তির ভাঙচুর ,
সহনের সূর্য আজ অস্তমিত
গঙ্গাতে এখনও বয়ে চলে
রক্তের স্রোত ।


তবুও এগিয়ে চলেছি
তোমাদের হৃদয়কে সঙ্গী করে
প্রযুক্তির বাতাবরণে আমি এগিয়ে চলেছি
আমি খুঁজে চলেছি গুপ্ত যুগের স্বর্ণযুগ।