বসন্ত তুমি কি সকলের ?
ম্যাগনেসিয়ামের অভাবে যে পাতাটি ঝরে পড়ে,
পুষ্টির অভাবে যে কুঁড়িটি পঞ্চভূতে লীন হয়
পরাগের অভাবে যে কুসুমের অস্তিত্ব  সংকটে
পঙ্গপালের তাণ্ডবে যে ফুল কালের গহনে;
বসন্ত তুমি কি তাদের কার্ণিশে বসে চুইয়ে পড়ে স্নাত করতে পারো?


বসন্ত তুমি লাল পলাশের
যে পলাশ রাস্তা রাঙায় তুমি কি তার?
বসন্ত তুমি গোলাপী আলাপের
যে আলাপ বিভব বিযুক্ত তুমি কি তার?
বসন্ত তুমি জোছনা নিশার
যে নিশায় অমার আধার তুমি কি তার?
বসন্ত তুমি সাজানো সংসারের
যে স্বজন হারানো আর্ত তুমি কি তার ?