স্মৃতির দোলনায় দোল খাচ্ছি
হৃদয়ে এক তোড়া যন্ত্রণার স্টিক,
চোখে শ্রাবণী ধারা অবিরত
মনে বৈশাখী মেঘ।


আসমানে আদিত্যের আগমন
আমার ব্যালকনিতে প্রেমের পরশ দিয়ে বলে-
বন্ধু,বিবর্তনের বিপরীতেই বিলয়
সময়ের সাথে সজ্জিত হলেই শ্রেষ্ঠতা।
উদয়াস্ত একটি স্বভাবিক বিধান
এই বিধান মহাকাশে যেমন প্রযোজ্য
তেমনি তোমাদেরও,
তুমিও মহাকাশেরই অংশ
তাই তোমার সুখ-দুঃখ,হাসি-বেদনা,জয়-পরাজয় এগুলি স্বভাবিক ।


দুঃখ না পেলে;সুখ অনুভব করতে পারবে
কান্না না পেলে;হাসির খোরাক পাবে
বেদনা না পেলে;আনন্দে স্নাতের স্বাদ বুঝবে
পরাজয় না হলে;জয়ের আনন্দে উচ্ছ্বসিত হতে পারবে ?


তুমি নিজেকে মহাকাশ ভাবো
মহাকাশের নিয়ম তোমার অন্তরে ,
প্রভাকরের প্রখরতা তোমার মধ্যে
শশীর স্নিগ্ধতা তোমার সত্তায়,
প্রবাহিনীর প্রগতি তোমার মজ্জায়
ব্যোমের বিশালতা তোমার স্বভাবে।