শীত আর বর্ষার করাল নলায় বসন্ত
বিহ্বল বিহঙ্গ আজ,শুধু বাঁচতে ব্যাকুল
প্রাণী কুলের চোখে মুখে অবসন্ন জড়তা
অস্থির বাতাস বয় শুধু দুর্বোধ্য সংকেতে
পচা শস্যের ধ্বংস স্তুপে, বিদঘুটে দুর্গন্ধ
ব্যাধির অসম্ভব মর্মান্তিক গ্রাসে মানব
নব পল্লবের ঘেরাটোপেও বসন্ত ক্লান্ত
জাঁকালো ফোটা ফুলের বসন্তেই বসন্ত চুরি
নিম্নচাপের হুলে বসন্তের অকাল যাত্রা।