ও মোধোদা শুনতে পাচ্ছো-
মেঘের ঘর্ষণ আর বিজলীর চমকানি,
এমন আবেশে চললে কোথায়?
লঙ্কাকাণ্ড ঘটাতে রে বলেই মোধো দা এগিয়ে চললেন।
অজো দা বলে,লংকার দাম জানো যে লংকা কাণ্ড করবে?
মোধো দা বলে,মানুষের মনেই এখন লংকার চাষ হয়
লঙ্কার ঝাল পেতে হলে লঙ্কায় দাঁত বসাতে হবেনা,
শুধু মনের জানলায় উঁকি দাও  
ঝালের বিষবাষ্পে মানবতার বীজ মন্ত্র হুহু করছে
স্নাত হলেই ঝালের বেদনায় আইঢাই করবে।