কিশোরী মানে ফুলের কুঁড়ি ভাবী সুবাস
কিশোরী মানে রেণুর ঝুড়ি, ভাবী আভাস,
কিশোরী মানে কলকাকলি,ভাবী নব ঊষা
কিশোরী মানে জমিজিরাত, ভাবী শস্য পুশা।


কিশোরী মানে আঁধার রাতে এক ফালি চাঁদ
কিশোরী মানে ক্লান্ত দুপুরে,শান্তি পাতা ফাঁদ
কিশোরী মানে বাড়ির উঠানে এক ফালি রোদ
কিশোরী মানে জীবন খাতায়, ঋণের শোধ।


কিশোরী মানে বিরাট আকাশ,মাথার উপর ছাত
কিশোরী মানে ঊষর মরুই, মাতৃ স্নেহের হাত
কিশোরী মানে প্রবীণ ক্ষণে, একটা কোমল কমল
কিশোরী মানে ঝঞ্ঝাট মনে, এক টুকরো অমল।


কিশোরী যখন এতই কিছু তাকে দাও শিক্ষা
সমাজ গড়ার মূল মন্ত্রে দিয়ে দাও দীক্ষা
সমাজ গঠন,দেশের বিভব সবই তাদের হাতে
পরম স্নেহে মানুষ করলে বিশ্ব থাকবে ধাতে।