দূষণের ধ্বজা উড়ছে
অন্যায়ের রথ ছুটছে
বধের তীর আসছে
আকাশে বাতাসে আতঙ্ক
ঘন মেঘে বজ্রের আহ্বান
পবন দূতের অট্টহাসি
এসব সংকেত কিসের ?
ধ্বংসের নাকি অবলুপ্তির ?
এ প্রতিকূলতা চিরন্তন
সৃষ্টি থেকেই দানবের হুঙ্কার
হুঙ্কার আনে প্রতিকূলতা
প্রতিকূলতা কে পক্ষে আনাই জীবন
জীবনে টিকে থাকাই যুদ্ধ
যুদ্ধে জয় হলে থাকে অস্তিত্ব l
সেই আদি অনন্ত কাল থেকে
জীবনের জণ্য ; বাঁচবার জণ্য
জীবন সংগ্রাম চলছে
চলবেও l
পরিবর্তনের জণ্য পরিবর্তন
কোষে রক্তে শিরায় গহনে ,
মেনে নেয়াও সংগ্রাম  
মানিয়ে নেয়াও সংগ্রাম
সংগ্রামে জয়ী জীবই
তাদের অস্তিত্ব রক্ষায় সক্ষম
যারা পরাজিত তারা ইতিহাস l