শিষ্টাচারের গন্ডি আজ ইয়াং সিকিয়াং ছাপিয়ে বুকের চাতালের ইচ্ছে গুলোকে পণ বন্দী  করে রাখে  l


দুশমনির দুনিয়ায় রোমহর্ষক দৃশ্যে ইচ্ছে গুলো আক্রান্ত বিড়াল হয়ে বৃক্ষের শিরডালে লুকিয়ে থাকে l


সন্ত্রাসের কালো থাবায় ভীত সন্ত্রস্ত ইচ্ছে গুলো বন্যায় ভেসে যায়া পিঁপড়ের চাকের মত অনিশ্চিত স্রোতে l


নেকড়ের লোলুপ দৃষ্টিতে হরিণীর মত ইচ্ছে গুলো কলিজায় হজম হয়ে পঞ্চভূতে লীন হয়ে যায় l


শিরদাঁড়ায় রক্ত জমে অপারেশন কক্ষে যাতনার আর্তে  ইচ্ছে গুলো ছুরি-কাঁচির সাথে সংসার করে l