অন্তারম্ভ কবিতা


ফুলের গায়ে সুবাস,সুবাসের গহনে সৌন্দর্য
সৌন্দর্য্যের উঠানে তৃপ্তি, আর তৃপ্তির বুকে বীর্য।
বীর্যের অধিকারী হলেই সাম্রাজ্য নখদর্পণে
নখদর্পণের কার্পেটে প্রীতি ছড়ায় সন্তর্পণে ।
সন্তর্পণেই স্নেহরেণুর সুনিপুণ সম্ভাষণ
সম্ভাষণের আন্তরিকতায় জাগবে সুশাসন।
সুশাসনের মধুময় স্থায়ীত্ব যত হবে বেশি
বেশি প্রাণ মিলনে মজবুত হয় মানব পেশী।
পেশির তেজেই তিমির গুলোর শক্তি হবে নিঃস্ব
নিঃস্ব জমিনেই মুকুলিত হবে সুনিপুণ বিশ্ব।
বিশ্বের বুকে খেলে বেড়াবে বিশুদ্ধ সম্পর্ক কূল।
কুলের গুণে বিকশিত হয় মানবতার ফুল।