তখন হৃদয়ে ঝর্ণা;শরীরে স্নাত হবার ঢেউ
একটা গোলাপ নিয়ে;ফুলের ভুবনে নিয়ে যেতে চেয়েছিলাম তোমায়,
বলতে পারিনি যৌবনের জলসায় গানের সুরে হারানোর কথা ।
তুমি চেরির ভিতর থেকে বেলার থোকার অনন্য শোভা দেখিয়েছিলে
ঝপ করে তুলে নিয়ে ছিলে গোলাপটা;পরিপাটি করে চুলের খোঁপায় রেখে প্রজাপতি হয়ে উড়ে গেলে,
আমি স্বপ্নে দেখেছিলাম নদী পাহাড় খেত...।
তারপর একদিন একটা কার্ড ধরিয়ে বলেছিলে,আসবে আশায় থাকবো।
আমি গিয়েছিলাম তোমার নিমন্ত্রণে
তুমি অনেক গোলাপের আবেশে ভেসে বেরিয়েছিলে
শুধু একটা গোলাপের পাপড়ি খসে খসে পড়েছিল  তোমার বিকট সভ্যতার হাতছানিতে।
মরুভূমির রাতে আমার রোমাঞ্চিত ডানার দগ্ধতা আজও ফল্গুধারার মত বয়েচলে।