মেঘলা আকাশে একা একা ফেবুর সৈকতে বসে আছি,
এক বিরাট রূপালী চাঁদের ঢেউ
বিস্মিত হৃদয়ে উন্মুখ চিত্তে আমি ;
ঢেউয়ের গনগনে আঁচে শুষ্ক মনটা সেঁকছি
আহ্বান করলাম,চুইয়ে পড়া রেণুই ক্ষুধিত যৌবনকে তৃপ্ত করার।
বললাম,তোমার কোরকের সুবাসে আমার কোষে কোষে শিহরণের মহোত্সব
তোমার আবির্ভাবে উদিত সূর্যের আবেশ আমার উপত্যকায়,
তোমার রূপের দরিয়ায় আমার আধারে জোছনার কোলাকুলি
আ-আমি তোমার উঠানে উন্মত্ত উন্মুখ।
তুমি ঢেউ ভাঙা রঙে হেসে উঠলে
আমি বললাম,আমি উন্মাদ হলে তুমি হবে  উল্লসিত!
নাকি তোমার গারদের গালিচায় রেখে একটু বিমুগ্ধ  করবে ?
তুমি আবার হাসলে
আমি আঁধার নীলিমায় চাঁদের জোছনা মেখে নিলাম ।