দগ্ধ তাপের কালের শেষে
বইছে মৌসুমী বায়ু,
তপ্ত প্রহরের ভোরে শুনি
বৃষ্টি ফেরাবে আয়ু।


আকাশ জুড়ে মেঘ করেছে
বসেছে মেঘের মেলা,
সেই মেঘেতে রামধনুরা
করছে নানান খেলা।


তোমার স্পর্শে সবুজ সব
অবনী নতুন সাজে,
ভূপৃষ্ঠের শীতল থালায়
নানান বাদন বাজে।


মনের মাঝে বাজছে সুর
ঝর ঝর টুপটাপ,
শান্ত হৃদয়ে দেখছি বসে
বারান্দায় চুপচাপ।


মেঘের ডাকে আঁতকে উঠি
চমকেই চমকিত,
নদের ছাদে স্রোতের কেলি
শিহরেও পুলকিত।


অবুঝ আজ সবুজ হবে
পাতারা করবে স্নান,
ছাগল পাগল চুপিসারে
মনটি তাদের ম্লান।


দিনের বেলা আঁধার এখন
সূর্যের আবেশে রাত,
ঘরের কোণেই বসে দেখি
প্রাণীকুল কুপোকাত।