তখন আমার বয়স শৈশবের কিনারায়
প্যারিসের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মা!
মাতৃহীন জীবনে বিষাদের সিন্ধুর ঢেউ
বিপুল বিপর্যয়ের মধ্যেই সাঁতার কাটা,
অবসাদের জলাশয়ে শোক,মিথ্যা আর ভ্রান্ত ধারণার কিলবিল
দুঃখ আর হতাশার আক্রমণে কৈশোরের ডালপালা ক্ষতবিক্ষত,
শোকের পাহাড়েই ধীরে ধীরে বড় হওয়া
বক্সিং এর লড়াকু মনের মতই নিজেকে লড়াকু করেছি
আজ আমি যৌবনের চিলেকোটায়
কল্পনার খেলাঘরে মায়ের কাঁধে বসে স্মৃতি রোমন্থন করি।