স্রষ্টার যাবতীয় সৃষ্টিকে ধরার মত
পরিক্রমণ করতে হবে
সুমহান আদর্শকে 'পুষ্প-বৃন্তে'র
মত মনের গহনে প্রতিষ্ঠা করতে হবে
মহান ভাবধারা হৃদয়ের উঠোনে রোপণ করতে হবে
আত্ম বিশ্বাসের ঘোড়ায় বসে আধুনিকতার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাতে হবে
সব কিছুকে অন্তর দিয়ে উপলব্ধি
করতে হবে
অন্তরের উপলব্ধিই বিবেক জাগ্রত করবে
বিবেক পূর্ণিমার চাঁদ হয়ে প্রাণের পলে পলে প্রভা দেবে
এই প্রভা অবক্ষয়ের আঁধার ঘুচিয়ে
আনবে অভিনব ভোর
উদ্ভাসিত হবে তামরস
রন্ধ্রে রন্ধ্রে সংহত হবে সুবাস
হৃদয় গহনে হবে ভ্রমরার গুঞ্জন
ছন্দময় ক্যানভাসে বর্ণময় আবেশ  l