ধন্য বৈশাখ ; ধন্য পঁচিশ
ধন্য বাংলা ; ধন্য বাঙালি
পঞ্চভূতে তোমার ছোঁয়া ,
ছোঁয়া সর্বত্রে l


উড়িয়ে ছিলে বাংলা ভাষার ধ্বজ
ছুটিয়ে ছিলে বিজয় রথ
দেখিয়ে ছিলে বাংলাকে পথ
সেই রথে চেপে ,তোমার পথে
স্বপ্ন দেখি আবারও
বিশ্বজয় l


তোমার ধ্বজ নিয়ে হাতে
ছুটে চলি আঁধার রাতে
মানুষের মনে ফেরাবো আবার
বাংলা টাকে l


জানো কবি আমরা স্বাধীন
তবে আমদের ভাষা পরাধীন ,
গোয়ালিনির মত বাংলাতে ইংরেজি
মিশিয়ে তাকে পাশ্চাত্য রূপ দিয়ে
নিজ ঐতিহ্যে কুড়াল মেরেছি l


আরও একবার আসো কবি
আরও একবার কলম ধর
আবার মনে আঁচড় কাটো
রোপণ কর
ফুলে ফলে সুসজ্জিত কর
বাংলা আর বাঙালিকে l


ওগো রবি
উদিত হও ; উদিত কর
চমক দাও ; চমকিত কর
পুলক দাও ; পুলকিত কর
সাহস দাও ; সাহসী কর
ভাষা দাও ; উদ্ভাসিত কর
সুর দাও ; ছন্দ দাও
কলম দাও ; ছুঁয়ে দাও
আশীর্বাদ কর
যেন গর্জে উঠতে পারি
বাংলাকে জাগাতে পারি
স্রষ্টার সৃষ্টির কণায় কণায়
বাংলাকে পৌঁছে দিতে পারি
রচিত হবে এ বিশ্বে
আরও এক ইতিহাস l