তোমার জন্য দিবা রাত্রি কাটে বিষন্নতায়,
তোমার জন্য কত কষ্ট দিবে বিধি আমায়?
তুমি দূরে আছো বলো
সকালে লাঞ্ছিত করে মোরে,
তুমি কাছে নেই বলে
সকালে আমায় উপহাসের পাত্র করে।


আমি তোমার আসার আশায়
ন্যাড়া ছাদের নীচে কাটায়।
আমি শুধু তুমিহারা
কেন তুমি পারো না বুঝতে,
করছি কেবল প্রতীক্ষা
যদিও পারছিনা সইতে ।
তুমি জেগে ঘুমাচ্ছো, তাই
আমার চোখে  ঘুম নেই।
তুমি ছাড়া আমি বিপন্ন
তাই তো খুঁজি তন্নতন্ন ।
জানি তুমি আসবে
কাছে টেনে আমায় ভালোবাসবে।