শিক্ষা জিনিসটা জৈব, ওটা যান্ত্রিক নয়,
শিক্ষার ঐক্য যোগে চিত্তের ঐক্য রক্ষা হয়।
অরণ্য যে মাটি থেকে  প্রাণ রস
                     শোষণ করে বেঁচে আছে,              
সেই মাটিকে আপনিই  প্রতিনিয়ত
            প্রানের অজস্র উপাদান জুগিয়ে থাকে।    
শিক্ষায় মাতৃভাষা হল মাতৃদুগধ,
শিক্ষা যা আপনিই হয় সম্পৃক্ত।
শিক্ষা হল তিমির বিনাশের বাতি,
যা আঁধার সমাজ ও জীবনে এনে পূর্ণিমা রাত্রি।
যেখানে শিক্ষার আলো পৌছায় না
সে সমাজ আত্মবিচ্ছেদের অভিশাপে অভিশপ্ত,
দুই ভিন্ন জাতির মানুষের থেকেও
এদের ভিন্নতা থাকে দুই চিত্ত।