যার গানে হল মন আমার মধুর
সেই আমার প্রাণের রবি ঠাকুর।
তার কাব্যধারা যেন টইটম্বুর সাগর পারা
যা কোনো দিনও হবেনা তো সারা।
সেই বটবৃক্ষের আশ্রিত পাখি মোরা
তারই সৃষ্টি নিয়ে করি আমরা নাড়াচাড়া।
যার লেখা গল্প পড়ে, পড়ে উপন্যাস
এই জীবনে বাঁচার জন্য পাই আমি শ্বাস।
তার গানের রস যেন ভুবন ভোলা,
দেয় না শুধু হৃদয় দোলা,
দেয় আমাকে এক নতুন দিগন্ত
সেখানে পাই এগিয়ে চলার মন্ত্র।
দিবারাত্রি ভেসে ওঠে চোখের সামনে
জীবন্ত এ কার ছবি!!!
সেই আমার প্রাণের ঠাকুর
আমার প্রিয় কবি।