লীন যুমুনাই ভাসাতে গিয়ে মোর পিরিতির ভ্যালা
দিখতে তোকে চলে আলুম বিষ্টুপুরের ম্যালা।
হিতাই আসে দিখি আমি, ইযে বোরো মচ্ছব
চারিদিকে লুকের কিলিবিলি ,বিশাল কলোরব।
গুড় লাড্ডু আর পিয়ালীর মতিচুরে
দিলাম মুয়ে সটান ভরে।
শালের পাতায় আলু কাবলী
আর বিড়ির ডালের জিলাপী
খায়ে নিলুম হাপুস হুপুস
প্যাট টা ছিল যে বড় উপুস।
টুকুক পরে দিখতে পেলুম
সেই ম্যায়া তা ভালছে মোরে
যেই ম্যায়াটার টানে টানে
আসেছিলুম এই বিষ্টুপুরে।
চারিদিকের লন্ঠনের আলোয়
দিখি তারে লাগছে ভালোই।
তারপর গান বাইনার তালে
নাচে উঠলুম মহুয়ার জলে।
হুঁশ হলো সকাল বেলায়
দিখি আমি আছি পড়ে।
বিষ্টুপুরের তাঁতের শাড়ি
নাম কিনা তার বালুচুরী!
সনে করে রকমারী
পোড়া মাটির জিনিসকারি।
যার লাগে আসেছিলুম
উকে ছাড়াই বাড়ি ফিরে।