সাদা রঙের মেঘের ভেলায়
                   চড়ে আসে কে?
ভালো করে তাকিয়ে দেখি.....
                    বর্ষারাণী  যে!!
সঙ্গে হাজার রণডঙ্কা, মেঘের গুরু গুরু
কখনো বা ঝিরি ঝিরি আবার মুষলধারে শুরু।
বৃষ্টিরজলে, সবুজ বনে খুশির উৎসব
আর ব্যাঙের ডাকে প্রকাশ করে  খুশির গৌরব।
আমার পাড়ার ছোট্ট ভাইয়ে রা
কাগজের নৌ গড়ে
খেলার ছলে কুলির জলে
দিল তাকে  ছেড়ে।
বর্ষরাণী জেগেই থাকে
যায় না ঘুমুতে
আকাশ ভেঙে পড়তে  থাকে
দিন  কিংবা  রাতে।
চারিদিকে বন্যায় ,কত ঘর ডুবে
বন্য  সহ মানুষজন পায় না কোনো ঠাঁই।
অসহায় মানুষের করুন  আর্তনাদ
ওগো প্রভু কেড় নাকো মাথার একটুকু ছাদ।
টানা দিনের বর্ষায় কত জন শিশু
মায়ের কোল হারালো না খেয়ে কিছু।
সরকার প্যাকেজে দেয় ভরিয়ে
বড়ো বড়ো গর্তে তা যায় হারিয়ে।
ভিটে হারা, ঘর হারা আর  ফসল হারা মানুষ
বছর বছর এই কষ্টে বাধ্য থাকে নিশ্চুপ।(সংক্ষিপ্ত)