চোখ গেলো পাখিটাকে
আশ্বিন রাত ঠুকরে খায়।
ফোন নম্বর তেমনই আছে
কললিষ্টে নীরবতায়।
আজও তোকে সামনে দেখি
চোখ ঢাকলে হাতের কোল
কারোর জীবন বেদম সোজা
কারো কেমন তেরছা গোল!
তুই চললি ফুল জড়িয়ে
আমার বুকে চাবুক দাগ
চোখের জলে গুলে খেলাম
সমর্পনের অস্তরাগ।
ইনিয়েবিনিয়ে চিনিয়ে দিলো
যাপন ভীষণ খর্বুটে
তোকে ছাড়া থাকবইনা
গল্পটা আজ রং-রুটে।