ভোট ভিক্ষা
-----
খুবলে খাচ্ছি দেশ, নখ, দাঁত,শানিয়ে
কার পাত খালি সেটা দেখছি না তাকিয়ে
আরো চাই গাড়ি,বাড়ি,জমিজমা,গয়না
পোষা অ্যালসেসিয়ান,খাঁচা ভরা ময়না
বিদেশ ভ্রমণ চাই বছর না ঘুরতেও
ছেলে,মেয়ে ডাক্তার, ফেল করা সত্ত্বেও
যেটা দেখে লোভ হয় কেড়ে নিই নিমেষে
কার কিসে এলো গেলো পরোয়া করছে কে
আমি ভালো থাকবো,বাকীটা চুলোর ছাই
জননী,জন্মভূমি বেচতেও দ্বিধা নাই
অথচ যখন ভোট আসি আসি করবে
গলায় কাপড় দিয়ে,জোড়হাতে দেখবে
পৌঁছাবো বাড়ি বাড়ি মুখে রেখে বাতাসা
চটি ছুঁড়ে মারলেও বলবো তা তামাশা
শুধু ভোট বাক্সে কাঁচি ছাপে দিও টিক
তাহলেই ঘরে ঘরে জমে যাবে পিকনিক
মাস গেলে ভাতা পাবে চালে,ডালে মিশিও
গলার গামছা কিনো একেবারে দেশিও
এর বেশি চাইকি? বেঁচে আছো এই ঢের
খুশি রেখো আমাকে নইলে পাবেই টের।

Aditi Chakraborty