তোমায় আমার দেখতে মানা
সম্ভাবনাও দেয়াল তোলা
নিজের সাথে ভাগ করেছি
শাস্তিস্বরুপ চিঠির ঝোলা।
আলোয় বসে খেলতে থাকি
তালবাগানে জাহাজ খোঁজা
সেদিন ছিলো হলুদ শাড়ি
তোমার ভাষায় সটান সোজা।
দৌড়ে এসে ঘাম শরীরে
অস্হিরতার দাগ মেটাতে
চটজলদি আপিল করে
বিনশুনানির পুরুষ হতে।
নাই দেখলাম চোখের ঘরে
মেলতে ডানা আপত্তি কি?
গল্প গড়ায় ঢালুর দিকে
উথালপাথাল তালদীঘি।