মনে করো,
আমি এখন নামানুষের দলে
ওপর থেকে দেখছি তোমায়
দেখছি তোমায়, বৃষ্টি ভেজা নীল আঁচলে
আঁচল তো সেই আর পুজোতে
শামবাজারের গলির কেনা।
ভিজছো তুমি তুমুল,
সাথে আর একজনা।
দুঃখ হবে?
কান্না গলে নদী হবো আগের মতো?
জানতে খুবই ইচ্ছে করে,
কোন অচেনা আমার ঘরে পা বাড়িয়ে!
তাইতে তুমি আর বোঝোনা
সত্যি কি প্রেম? পাচ্ছো যতো!