এলো সময় দু'পায়ে দলে
এ সায়াহ্নে, ভাঙনের বড়ো দেরী করে এলে
এলে তবু ... মে দিবসে ... থইথই রক্তগঙ্গায়,
এই তো নিয়তি স্রোতে যে দিকেই চোখ যায়--
লাল শুধু লালে ঠোকরায় ।
সে দিনের সারাদিন তোলপাড় প্রতীক্ষার শেষে
কত শত অভিশাপ দিয়েছি নিজেকে ।
বলেছি, স্তব্ধ অভিধানে, না আর কোনদিন নয়,
ভাঙাচোরা ঘাটে, যা হবার তাই হোক ...
কুয়াশা বৃন্তে একা একাই বেশ তো ছিলাম,
বছর দশ বাদে খবর দিলে, সুবিধা অভ্যাসে
"কাছে এসো, ফিরে এলাম ।"
সেগুন মঞ্জরী হাতে,কিসে যেন দিল ভর, অভাগীর উপর
বললাম, "তোমার জন্য দাঁড়াতে পারি কয়েক প্রহর ।"
কথা ছিলো - কথা হবে কদমতলায়
মধ্যরাতে রক্তকিংশুকের মায়ায়
এলাম আমি ।
তুমি এলে থইথই রক্তগঙ্গায় ।
"বিপ্লব দীর্ঘজীবী হোক"- স্লোগান মোড়ান রক্তিম পতাকায় জোয়ারভাটা
পৃথিবী যেন আর ও একবার রজঃ স্বলা হলো ।
পাষাণ হৃদয়ে নামল ধস...
তোমার বাকীটুকু পথে পথ হাঁটবার সাক্ষী থাকল
জোৎস্নামাখা জাদুকরী 'মে দিবস' ।