তুমি ছুঁয়ে দিলে তবেই রূপান্তর
নইলে তো রোজ মৃত্যুর ভোজ
কষ্ট তেপান্তর।


অবুঝ আঙুল রাখলে অবসরে
বদলাতে থাকে আপোষের দোষ
ইচ্ছের হাত ধরে।


এইতো ধরোনা তোমার গল্প
সুলিখিত, সুপঠিত
তবুও তাদের তুলতুলে কিছু
আসলে প্রশ্নাতীত।


চিরকাল তুমি বিপরীতে আছো
রেচনে বা পরিপাকে
দ্বাররক্ষক দ্বিধার পাহাড়
খোলেনা চিচিং ফাঁকে।


ছুঁয়ে দেবে একবার? হবোই রূপান্তর
নইলে তো রোজ,মৃত্যুর ভোজ
কষ্ট তেপান্তর।
🖋️
Aditi Chakraborty