রাত্রি
----------
Aditi Chakraborty


সত্যি যায় আসে কি?
আমারও বয়েই গেছে
না এলে আবার ফিরে...


কি জানি পারবো কিনা
আফসোস হয়ও যদি
তার তো গেছেই ছিঁড়ে...


সেইটা প্রেম ছিলোনা
শুধু এক ভাঙন লেগে
নিরুপায়  থমকে আছি...


তা'বলে পালিয়ে গেলে
যতদূর উড়বে ওড়ো
তোলপাড় টের পেয়েছি...


অদ্ভুত রাত্রি ছিলো
নাঃ,কারো নাম নেবোনা
কেবলই দাগিয়ে রাখি...


মিথ্যাই সব কাড়লো
না-বলা সব কাঁচানো
কাজলে চক্ষু আঁকি...


ঘুচলো সব অভিমান
ব্যথা যা বোবার মতো
ঘোলাটে ফাঁদের কোলে...


আসলে অন্ধ ছিলাম
অথবা চোখ ছিলোনা
বিছানার কোলাহলে ...


দোটানা পেরিয়ে এসে
বেয়াড়া মুখটা মুছি
আঙুলের কারসাজিতে...


চশমায় লুকিয়ে রাখি
উদাসীন চোখের কানাচ
খোসাহীন বীজতলিতে...


কেই বা হিসেব রাখে
অকরুণ বিষন্নতা
নাও এই উড়িয়ে দিলাম...


খাতাতে রাত্রি এঁকে
জাগিয়ে খেয়ালখুশি
অস্ত্র শানিয়ে নিলাম....