রঙ্গমঞ্চ
-----------
মুখ মুখোশের তফাৎটাকে
একটানেতে  সরিয়ে রেখে
সবাই যখন নোনাজলের
হাতছানি আর সোহাগ চেখে
এক বয়সী হুল্লোড়ে হয় জলথইথই  ছয়--


তখন কেবল মুচকি হাসে
মেঘলা মনের সাক্ষী আকাশ
দেয় ভাসিয়ে লোনা জলের
লাগাম ছাড়া দস্যু বাতাস
রঙ্গমঞ্চ এক করে দেয় জয়-পরাজয়।


সেই উঠানের জলকেলিতে
উকিল,নেতা,পুরুত,পুলিশ
হাত,পা, ছুঁড়ে ভাসছে দেখি,
ছাত্রী সহ অজন্তা  মিস।
সাগর জলে খেয়ালখুশি ইচ্ছেমতো ছড়ায়।


একটু আগেই পুরী লজের
এসি রুমের সেনবাবুরা
মিঠাইওআলা, ফুটপাতের ওই
ছেঁড়া চাটাই হাবিবুরা
একইসাথে খামখেয়ালি বালুকাবেলায় গড়ায়।


ঝিনুক দিয়ে প্রেম লিখছে
কিশোরী এক আনমনা
কাছেই বালির পাহাড় গড়ে
স্বপ্ন আঁকে বাবুসোনা
দাদুর কাঁধে দিদার মাথা স্মৃতির ঘরে উঁকি--


মুক্তোমালা,শাঁখ আর উট
পাল্লা দিয়ে পাগল করা
ঝালমুড়ি, ডাব,আইসক্রিমের
সখ্যতাও ভরায় ঘড়া
সসাগরা এই পৃথিবী সাগর পাড়ে খুকি--


স্নান সেরে যেইনা ওঠে
মুখোশ আঁটে মূর্খ মানুষ
কারো মুখে ফুলের মুখোশ
কারো আবার রঙিন ফানুস
কেউ বা লম্বা শিং লাগানো মামদো ভূতের ছানা


মিশুক তবে সাগর স্নানের
শরীর গলে একথালায়
বছরকালে কিছুটা সময়
একপ্রেমে এক জপমালায়
কাক,বক আর পায়রার দল একসাথে খাক দানা।
🖋️
Aditi Chakraborty
আদির কবিতা Adir Kobita