রাতদিন বড়ো হয় কলি
মনে মনে বলি, ফুটে ওঠ্,
এইবেলা মুঠোভরে ফুটে ওঠ্
চাঁদের আলোতে ছটফটে ঢলঢল হাসে
চিকন চিকন ডালে পাশেপাশে নুয়ে গা'য়ে গা
খানিক আগেই বৃষ্টি হয়েছে বুঝিবা, তাই এতো আলো
পাপড়ি জানালো, এসময়ে পুকুরকে দিঘী বলা যায়।
জোনাকিরা তারা হয়ে ওঠে আর আমি বলি
আয়, ঘুম আয়।
ধীরে ধীরে কলি গেয়ে ওঠে প্রেমগান
সাজ তার অলস খোঁপায়
ছিড়কুটি হাত দুটি শানিয়ে তুলেছে জানি কালু মাস্তান।
রাতদিন বড়ো হয় কলি
মনে মনে বলি, মুঠোভরা বিষ নিয়ে ফুটে ওঠ্
চাঁদের আলোতে কলি ঢলঢল হাসে
পরাগে রেখেছে সেও প্রাণঘাতী মারণ বিস্ফোট।