সূর্য দিল একদলা রঙ মেঘের গায়ে
রঙপাখিরা মাখিয়ে নিল উড়ান ডানা
রঙ কুড়িয়ে সঙ ছুটছে ভ্রান্তি বাঁকে
প্রথম চুমু ফুল ফোটাল হাসনুহানা ।
রঙিন যখন আগুনরঙা মেঘপরীটা
উপুড় ছিল মনপুকুরে স্বপ্নবাসর
ভুলবুঝে যেই রঙ মুছেছি আঁজলা জলে
খেলার সাথী স্ফটিকজলই রঙের দোসর।
সব গাঢ়রঙ হালকা যখন ঝাড়বাতিটায়
রঙ ছিল চুপআস্তরনে কন্যের মুখ
মেঘ বা পুকুর হাসনুহানাও অন্ধ ছিল
সত্যি কেবল চন্দনময় গচ্ছিত সুখ ।