নারী দি বস্
- অদিতি চক্রবর্তী
কড়াই কাঁচানোর শব্দে তিনবছরের রিয়ার ছোট্ট হাত দুটি শিরশিরিয়ে উঠলো।
চুকচুক শব্দ করলো কালো পুরু ঠোঁট,পাশের ঘরের
পাশ ফিরে শুলো দশ বছরের টিনা।
রিয়াকে জড়িয়ে এক চাদরে,
আজ বাবার অফিস ছুটি।
ওঘরের আড্ডার রেশ তার কান ছুঁয়েছে।
একটু পরেই মা এর ভূমিকায় নামবে সে।
আসলে, নামতেই হবে,নইলে,,,
লুঠ হতে থাকা মা একটু একটু করে দিন ফুরোবে ।
মা কি নারী নয়?
পাড়ার কাকিমারা তো আজ নারীদিবসে চওড়া পাড় শাড়ি পড়ে, দল বেঁধে মিছিলে পা মেলালো।
আচ্ছা কাকিমাদের পাগুলো মা এর চেয়ে লম্বা না খাটো?
রিয়া ঘুমিয়েছে। পাশের ঘরের দরজার খাঁজে চোখ রাখে টিনা।
টিনা আজ নারী হয়ে ওঠে দশ বছর বয়সেই।