ডাঙার খেলা খেলতে গেলে
বাণের জলে দিন ভাসে
মেঘের কালোয় বৃক্ষজীবন
হাততালিতে জোড় হাসে।
এক,দুই,তিন, বসতঘরে
খিল এঁটেছে নন্দিনী
কে ভেসেছে সব্বোনেশে
রোঁয়ায় ভরা বন্দিনী?
তিড়িং বিড়িং ইচ্ছে ফড়িং
একজোড়া পা'য় ঠোঁট চাটে
বলতে গেলে বলাই ভালো
ব্লাউজের হুক হাফশার্টে।
হামলে পড়া সজনে ডালে
গুটিকতক তালবাবুই
তাঁতের শাড়ি, হাওয়াই চটি
ফটফটিয়ে চললো কই?
এক নিমেষে জল শুষে খায়
তেরো নদীর ডুবপাহাড়
প্রশ্ন ছিলো উত্তরে তাই
চাল দিলো তিন ছক্কা কার!
ধোঁয়া ধোঁয়া আবছা বিকেল
ঠিক যেন তুই রংধণু
কলঘরে কোন্ ডিমের খোলায়
সাঁতার শেখায় শুক্রাণু?
উনিশবিশের গলায় পেষে
চটজলদি বিলম্বিত
ডাঙার খেলায় রোজ খেলছি
জলের দাগে চু কিৎ কিৎ।