কেগো তুমি লাল ঠোঁটে নীল পলাশ বালক
অকালে শিউলি ঝরে গেলে
যে সুর তুলেছিলো মরুতে তুষারঝড়
ধর্মযুদ্ধে সেই সুরে সরোদ বাজলে !
এখন লিখছি বসে একক খাতায়
কলমের প্রথা ও পার্বণ
যত কাঁদি টেরপাই তোমার তুমিটা
চোখ গলে চোখ বেয়ে ভাসায় শ্রাবণ।
আমাকে বর্ণমালা দাও পারো যদি
মাটির আজ গভীর অসুখ
জীবনের দাঁতেকাটা ঋতুমতী দিন
সারাবোই যত খুশি চাপাতি আসুক।
অসীমের ঘোর লাগে জপিত যাপনে
মরে বাঁচা একেবারে নয়
একপা' দাঁড়িয়েছি, মৃত্যু অন্য পা'য়
কেননা আমার ও জানা আছে
রক্ত চোখে কাজল লাগানো থাকে কোথায়?