অরুচিতে তিতো সভ্যতা
ছই ছাপিয়েও কথা ভিজে যায়
চেখে তুলে নিতে শাখাপ্রশাখায়
এসেছিলো শান্তনিকেতনী ডাক।
যতদূর মাপে চোখ মজলিশি ত্বক
ততখানি রঙ বুকে
একতারাটার মেঠো বাঁক।
ওমা একী! এতো দেখি তারাফুলে পয়গম্বর!!
বাচিক পেরিয়ে একা
সিল্যুয়েট গানকবি পশমের ভীড়ে
পেলব লেপটে আছে বনলতা,
মাঠময় নৃত্যে মেতেছে নাটোর।