মা, আমার মা...
অপরাহ্নের সূর্যালোক মাখা,
অবিন্যস্ত চলনে এলোমেলো মানানসই পদক্ষেপ ।
সারাটাজীবন অন্যকে সুখী করার পথে চলতে,
অসুখী করার দায়ভার কাঁধে বয় ।
বেঁচে থাকার কসরত চলে নির্বিবাদে ।
কোনওদিন কোনওকিছুর সাক্ষী হতে পারেনি,
তাই নাম ওঠেনি বির্বতনের খাতায় ।
তার নিকানো উঠানের গাছগুলো কখনো আনন্দডানা মেলে ও ধরেনি ।
শুধু নীরবে সাজগোজ করে চলছে...
স্বর্গের সমস্ত পারিজাত।