অমরতা কে চায়?
সময়ের আগুপিছু ঘোরাঘুরি,সূত্র দিতেই পারি
আমার এই চলে যাওয়া বড়ো আশাবাদী।
অলীক সখীর মতো মুষড়ে পড়েছে সেতু
ঘুমিয়ে রয়েছে আজও নদীর পোষাকে।
সন্ধ্যেবেলাটা যেন মন আনচান
শেষ আলো সরে গেলো, আঁধারও ফোটেনি
অনাদরে ডেকে আনি অনাগতকে।
ছায়ামাখা সময়টা জ্বেলে দেয় আকাশপ্রদীপ
আমার মতো ত্রুটি নিয়ে কেউ পৃথিবীতে আসে?
অসহায়, একেবারে একা!
কাউকে দিওনা দু'হাতে জড়াতে---
সেই কথা, সেই নিরাময়,আমাকে জানিও
নাটকের চিরায়ত চেনাজানা ছক,আরো যাবতীয়।