বলিনিতো বিশ্বাস করো
সবকটি পাতা ছিঁড়ে কুটিকুটি করলেম জড়ো
টুকে রাখা বিবরণ বহুবার প্রমাণিত হতে চেয়ে
আঙুল টোকায় আজ ঝুরো।
নামগন্ধ লেগে থাকা কাঠপেন্সিলে
চিহ্ন তুলে তুলে আঁকা কৃষ্ণকোকিল
উড়ে গেছে এইতো সেদিন--
আঘাতের কাছাকাছি নদীতটে বসে
দরবারি গেয়ে গেছি
জাতভিখিরির মতো খাবলে খেয়েছি কিছু
গায়েও মেখেছি।
বলিনিতো বিশ্বাস করো প্রহসন
হালহকিকত লেখা প্রকাশ্য পোষ্টারে
প্রবল হাওয়ায় নাচে আত্মহনন।