এইভাবে কত এলেবেলে , আঁটুবাঁটু সন্ধ্যারা
অদ্ভূত বিষন্ন প্রশ্রয়ে মনমরা হয়ে যায়
ওইখানে হা হা করে নিমপাতা ঝরে
কৃষ্ণ পিচপথে মরে পড়ে থাকে সমস্ত সুন্দরের ভুল।
আমার তখন কিছুই করার থাকেনা
এমনকি জগতের সকল বিষাদ যেদিন জড়ো হয়ে তাকালো ,
সেদিন ও ! ... সেদিন ও... !!
আমি শূন্যতা শিখে শিখে,শূন্যতা শিখে শিখে
নিজেকে দ্বিখণ্ডিত করেছি
কবে যেন কত যুগ আগে অলৌকিক চরণলীলায়
কেউ নাকি বলেছিল -
যেখানে মাটি অপত্যবৎসল
সেখানে মানুষ মাটিতে শুয়ে শুয়ে শুষে নেয় সঞ্জীবন ।